হাইড্রার অন্তর্গঠন | এপিডার্মিস বা বহিঃত্বক-এর কোষসমূহ



@@@ Hydra-র দেহ মূলত দেহ প্রাচীর ও কেন্দ্রীয় পরিপাকসংবহন গহ্বর বা .......... নিয়ে গঠিত।
(ক) হিমোসিল (খ) সিলেন্টেরন (গ) স্পঞ্জোসিল (ঘ) নালীতন্ত্র উত্তর: (খ)
ব্যাখ্যা: Hydra দ্বিভ্রুণস্তরী প্রাণী অর্থাৎ এর কোষস্তর এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে যা ভ্রুণাবস্থার এক্টোডার্ম ও এন্ডোডার্ম কোষীয় স্তরের পরিণতি।
@@@ হাইড্রার এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে এ কোষ অবস্থান করে-
(ক) পেশী-আবরণী (খ) গ্রন্থি (গ) জনন (ঘ) সংবেদী উত্তর: (ক)
@@@ পেশী-আবরণী কোষের কাজ:
(ক) আবরণী কোষের মতো দেহাবরণ সৃষ্টি করে দেহকে রক্ষা করে।
(খ) প্রবর্ধনগুলো সংকোচন-প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে পেশীর মতো কাজ করে।
(গ) মিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে ও দেহ পিচ্ছিল রাখে। (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: কোষগুলো একাধিক নেমাটোসিস্ট বহন করে। এক দিকে দেহাবরণ, অন্যদিকে পেশীর মতো কাজ করে বলে এসব কোষকে ‘‘পেশী-আবরণী কোষ’’ বলা হয়ে থাকে।
@@@ হাইড্রার এসব কোষ প্রয়োজনে অন্য যেকোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হয়-
(ক) পেশী-আবরণী কোষ (খ) ইন্টারস্টিশিয়াল কোষ (গ) স্নায়ু কোষ (ঘ) গ্রন্থি কোষ উত্তর: (খ)
@@@ পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা (যেমন- আলো, তাপ প্রভৃতি) গ্রহণ করে স্নায়ুকোষে সরবরাহ করে-
(ক) পেশী-আবরণী কোষ (খ) ইন্টারস্টিশিয়াল কোষ (গ) স্নায়ু কোষ (ঘ) সংবেদী কোষ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: এগুলো পেশী-আবরণী কোষের ফাঁকে ফাঁকে, সমকোণে ও বিক্ষিপ্তভাবে ছড়ানে থাকে, তবে কর্ষিকা, হাইপোস্টোম ও পদতলের চারদিকে বেশি দেখা যায়। প্রতিটি কোষ লম্বা ও সরু। এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বেরোয় এবং অপর প্রান্ত থেকে গুটিকাময় সূক্ষ্ম তন্তু নির্গত হয়ে স্নায়ুতন্তুর সাথে যুক্ত হয়।
@@@ হাইড্রার সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে-
(ক) পেশী-আবরণী কোষ (খ) ইন্টারস্টিশিয়াল কোষ (গ) স্নায়ু কোষ (ঘ) গ্রন্থি কোষ উত্তর: (গ)
@@@ মিউকাস ক্ষরণ করে হাইড্রার দেহকে কোনো বস্তুর সঙ্গে লেগে থাকতে সাহায্য করে-
(ক) পেশী-আবরণী কোষ (খ) ইন্টারস্টিশিয়াল কোষ (গ) স্নায়ু কোষ (ঘ) গ্রন্থি কোষ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: এরা লম্বাকৃতি নিঃস্রাবী দানাবিশিষ্ট এক ধরনের পরিবর্তিত এপিডার্মাল কোষ। মুখছিদ্রের চারদিকে ও পাদ-চাকতিতে এদের প্রচুর পরিমাণে দেখা যায়। বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে; ক্ষণপদ সৃষ্টি করে চলনে অংশ গ্রহণ করে এবং মুখছিদ্রের গ্রন্থিকোষের ক্ষরণ খাদ্য গলধঃকরণে সাহায্য করে।
@@@ জনন কোষ কত ধরনের?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: (ক)
ব্যাখ্যা: এসব কোষ জননাঙ্গে অবস্থান করে। জননকোষ দুধরনের: শুক্রাণু ও ডিম্বাণু। পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াসযুক্ত একটি স্ফীত মস্তক, সেন্ট্রিওলযুক্ত একটি সংকীর্ণ মধ্যখন্ড ও একটি লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত। পরিণত ডিম্বাণুটি বড় ও গোল; এর সাথে তিনটি পোলার বডি (চড়ষধৎ নড়ফরবং) যুক্ত থাকে। কাজ: যৌন জননে অংশগ্রহণ করা।
@@@ হাইড্রার দেহের কোথায় নিডোসাইট থাকে না?
(ক) পদতলে (খ) কর্ষিকায় (গ) দেহকান্ডে (ঘ) খ ও গ উত্তর: (ক)
ব্যাখ্যা: হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র বিশেষ করে কর্ষিকার পেশী-আবরণী কোষের ফাঁকে ফাঁকে বা ঐসব কোষের ভেতরে নিডোসাইট অনুপ্রবিষ্ট থাকে। কোষগুলো গোল, ডিম্বাকার বা পেয়ালাকার এবং নিচের দিকে নিউক্লিয়াসবাহী ও দ্বৈত আবরণবেষ্টিত বড় কোষ। কোষের মুক্তপ্রান্তে ক্ষুদ্র, দৃঢ়, সংবেদী নিডোসিল এবং অভ্যন্তরে গহ্বর ও প্যাঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। গহ্বরটি অপারকুলাম দিয়ে ঢাকা।


Comments