হাইড্রার যৌন জনন



@@@ নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টির উদ্দেশে দুটি পরিণত জনন কোষের (শুক্রাণু ও ডিম্বাণু) একীভবন প্রক্রিয়াকে বলে-
(ক) মুকুলোদগম (খ) দ্বিবিভাজন (গ) যৌন জনন (ঘ) অযৌন জনন উত্তর: (গ)
@@@ অধিকাংশ হাইড্রা কেমন?
(ক) একলিঙ্গ (খ) উভলিঙ্গ (গ) লিঙ্গহীন (ঘ) খ অথবা গ উত্তর: (ক)
উত্তর: একলিঙ্গ (dioecious), তবে কিছু সংখ্যক উভলিঙ্গ (monoecious)-ও আছে।
@@@ উভলিঙ্গ হাইড্রাতে স্বনিষেক ঘটেনা কারণ-
(ক) জননাঙ্গগুলো বিভিন্ন সময়ে পরিপক্কতা লাভ করে (খ) জননাঙ্গগুলো একই সময়ে পরিপক্কতা লাভ করে
(গ) জননাঙ্গগুলো এন্ডোডার্মিসে থাকার কারণে (ঘ) আশেপাশে অনেক হাইড্রা থাকার কারণে উত্তর: (ক)
@@@ হাইড্রায় যৌন জনন কোন ঋতুতে ঘটে?
(ক) বর্ষাকালে (খ) গ্রীষ্মকালে (গ) শরৎকালে (ঘ) ক ও খ উত্তর: (গ)
ব্যাখ্যা: প্রধানত শরৎকালে খাদ্যের অপ্রতুলতার মতো প্রতিকূল পরিবেশে হাইড্রার দেহে অস্থায়ী জননাঙ্গের সৃষ্টি হয় এবং যৌন জনন ঘটে।
@@@ হাইড্রায় শুক্রাশয়ের উৎপত্তি-
প্রজনন ঋতুতে সাধারণত দেহের উপরের অর্ধাংশে ও হাইপোস্টোমের কাছাকাছি স্থানের এপিডার্মাল ...................... কোষের দ্রুত বিভাজনের ফলে এক বা একাধিক মোচাকার শুক্রাশয় সৃষ্টি হয়।
(ক) পেশি-আবরণী (খ) গ্রন্থি (গ) ইন্টারস্টিশিয়াল (ঘ) নিডোসাইট উত্তর: (গ) 
ব্যাখ্যা: এর শীর্ষে একটি বোঁটা বা নিপল এবং পরিণত শুক্রাশয়ের অভ্যন্তরে অসংখ্য শুক্রাণু থাকে।
@@@ শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়ার নাম-
(ক) উওজেনেসিস (খ) স্পার্মাটোসাইট (গ) স্পার্মাটোজেনেসিস (ঘ) উওটিড উত্তর: (গ)
ব্যাখ্যা: শুক্রাশয়ে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণুজনন বলে।
@@@ হাইড্রার শুক্রাশয়ের অভ্যন্তরে অবস্থিত ইন্টারস্টিশিয়াল কোষ বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে সৃষ্টি করে-
(ক) উওজেনেসিস (খ) স্পার্মাটোসাইট (গ) উওটিড (ঘ) স্পার্মাটোগোনিয়া উত্তর: (ঘ)
@@@ স্পার্মাটোগোনিয়া বৃদ্ধিলাভ করে কিসে পরিণত হয়?
(ক) উওজেনেসিস (খ) স্পার্মাটোসাইট (গ) স্পার্মাটোজেনেসিস (ঘ) উওটিড উত্তর: (খ)
@@@ প্রত্যেক স্পার্মাটোসাইট মায়োসিস বিভাজনের ফলে কতটি করে হ্যাপ্ল¬য়েড স্পার্মাটিড উৎপন্ন করে?
(ক) ২টি (খ) ৪টি (গ) ৬টি (ঘ) ৮টি উত্তর: (খ)
@@@ শুক্রাণু কিসের পরিণতি?
(ক) উওটিড (খ) উওসাইট (গ) স্পার্মাটিড (ঘ) পোলার বডি উত্তর: (গ)
ব্যাখ্যা: প্রতিটি স্পার্মাটিড একেকটি শুক্রাণু-তে পরিণত হয়।
@@@ হাইড্রার প্রত্যেকটি পরিণত শুক্রাণু কি নিয়ে গঠিত?
(ক) নিউক্লিয়াসযুক্ত একটি স্ফীত মস্তক (ঐবধফ) (খ) সেন্ট্রিওলযুক্ত একটি সংকীর্ণ মধ্যখন্ড 
(গ) একটি লম্বা, সরু, বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
@@@ হাইড্রার ডিম্বাশয়ের উৎপত্তি কোথায় হয়?
(ক) পদতলে (খ) পদতলের সামান্য উপরে (গ) কর্ষিকায় (ঘ) হাইপোস্টোমের নীচে উত্তর: (খ)
ব্যাখ্যা: প্রজনন ঋতুতে দেহের নিচের অর্ধাংশে, কিন্তু পদতলের সামান্য উপরে এপিডার্মিসের একটি বা দুটি স্থানের কিছু ইন্টারস্টিশিয়াল কোষের বারংবার বিভাজনের ফলে সাধারণত একটি বা দুটি গোলাকার ডিম্বাশয় সৃষ্টি করে। 
@@@ প্রত্যেক ডিম্বাশয় থেকে কতটি ডিম্বাণু সৃষ্টি হয়?
(ক) একটি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি উত্তর: (ক)
@@@ ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া-
(ক) উওজেনেসিস (খ) স্পার্মাটোসাইট (গ) স্পার্মাটোজেনেসিস (ঘ) উওটিড উত্তর: (ক)
@@@ ডিম্বাণু সৃষ্টির প্রাক্কালে ইন্টারস্টিশিয়ল কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে গঠন করে-
(ক) উওটিড (খ) উওগোনিয়া (গ) স্পার্মাটিড (ঘ) পোলার বডি উত্তর: (খ)
@@@ একটি উওসাইট থেকে কতটি পোলার বডি সৃষ্টি হয়?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি উত্তর: (গ)
ব্যাখ্যা: উওগোনিয়ার ভেতর কেন্দ্রস্থ একটি কোষ বড় হয়ে উওসাইট -এ পরিণত হয় এবং ছোট কোষগুলোকে গলাধঃকরণ করে। এটি তখন মায়োসিস বিভাজন ঘটিয়ে ৩ টি ক্ষুদ্র পোলার বডি ও ১ টি বড় সক্রিয় উওটিড সৃষ্টি করে।
@@@ ডিম্বাণু কিসের পরিণতি?
(ক) উওটিড (খ) স্পার্মাটোসাইট (গ) স্পার্মাটিড (ঘ) পোলার বডি উত্তর: (ক)
ব্যাখ্যা: উওটিডটি রূপান্তরিত হয়ে ডিম্বাণুতে পরিণত হয়। পোলার বডিগুলো বিলুপ্ত হয়ে যায়।
@@@ ডিম্বাণুর পরিপূর্ণ বৃদ্ধির ফলে ডিম্বাশয়ের বহিরাবরণ ছিঁড়ে যায় এবং ডিম্বাণুকে উন্মুক্ত করে দেয়। এর চারদিকে তখন ............. পিচ্ছিল আস্তরণ থাকে।
(ক) কেরাটিনের (খ) জিলেটিনের (গ) কাইটিনের (ঘ) কিউরিনের উত্তর: (খ)
@@@ কত ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে শুক্রাণু বিনষ্ট হয়ে যায়?
(ক) ১০-১২ ঘন্টা (খ) ১২-২৪ ঘন্টা (গ) ২৪-৪৮ ঘন্টা (ঘ) ৪৮-৭২ ঘন্টা উত্তর: (গ)
ব্যাখ্যা: শুক্রাণু পরিণত হলে শুক্রাশয়ের নিপল বিদীর্ণ করে ডিম্বাণুর সন্ধানে পানিতে ঝাঁকে ঝাঁকে সাঁতরাতে থাকে। ২৪-৪৮ ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে এগুলো বিনষ্ট হয়ে যায়। অন্যদিকে, উন্মুক্ত হওয়ার পর অল্পদিনের মধ্যে নিষিক্ত না হলে ডিম্বাণু নষ্ট হয়ে ক্রমশ ধ্বংস হতে থাকে।
@@@ যেসব ক্রমান্বয়িক পরিবর্তনের মাধ্যমে জাইগোট থেকে শিশু প্রাণীর উৎপত্তি ঘটে তাকে বলে-
(ক) নিষেক (খ) রূপান্তর (গ) জীবনচক্র (ঘ) পরিস্ফুটন উত্তর: (ঘ)
@@@ জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে বহুকোষী, নিরেট ও গোল কোষপিন্ডে পরিণত হয়। একে বলে-
(ক) মরুলা (খ) ব্লাস্টুলা (গ) গ্যাস্ট্রুলা (ঘ) পামেলা উত্তর: (ক)
@@@ শীঘ্রই মরুলার কোষগুলো একস্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা, গোলাকার ভ্রুণে পরিণত হয়। এর নাম-
(ক) মরুলা (খ) ব্লাস্টুলা (গ) গ্যাস্ট্রুলা (ঘ) পামেলা উত্তর: (খ)
ব্যাখ্যা: ব্লাস্টুলার কোষগুলোকে ব্লাস্টোমিয়ার (নষধংঃড়সবৎব) এবং কেন্দ্রে ফাঁকা গহ্বরকে ব্লাস্টোসিল বলে।
@@@ হাইড্রার গ্যাস্ট্রুলা কি নিয়ে গঠিত হয়?
(ক) এক্টোডার্ম (খ) এন্ডোডার্ম
(গ) আদি সিলেন্টেরন (ঘ) ক,খ,গ উত্তর: (ঘ)
ব্যাখ্যা: ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশন পদ্ধতিতে দ্বিস্তরবিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয়। এটি এক্টোডার্ম, এন্ডোডার্ম ও আদি সিলেন্টেরন নিয়ে গঠিত।
@@@ হাইড্রার মাতৃদেহের সাথে সংযুক্ত গ্যাস্ট্রুলাকে কি বলে?
(ক) স্টেরিওগ্যাস্ট্রুলা (খ) হাইড্রুলা (গ) মরুলা (ঘ) পামেলা উত্তর: (ক)
@@@ গ্যাস্ট্রুলার চারদিকে একটি ................. নির্মিত কাঁটাযুক্ত সিস্ট (পুংঃ) আবরণী গঠিত হয়। সিস্টবদ্ধ ভ্রুণটি মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে জলাশয়ের তলদেশে চলে যায়।
(ক) কিউটিন (খ) কাইটিন (গ) জিলেটিন (ঘ) সুবেরিন উত্তর: (খ)
@@@ বসন্তের শুরুতে অনুকূল তাপমাত্রায় সিস্টের মধ্যেই ভ্রুণটি ক্রমশ লম্বা হতে থাকে এবং এর অগ্রপ্রান্তে হাইপোস্টোম, মুখছিদ্র ও কর্ষিকা এবং পশ্চাৎপ্রান্তে পাদ-চাকতি গঠিত হয়। ভ্রুণের এই দশাকে বলে-
(ক) স্টেরিওগ্যাস্ট্রুলা (খ) হাইড্রুলা (ঘ) পামেলা (ঘ) অ্যামোসিট উত্তর: (খ)
ব্যাখ্যা: হাইড্রুলা সিস্টের আবরণী বিদীর্ণ করে পানিতে বের হয়ে আসে এবং স্বাধীন জীবন যাপন শুরু করে।


Comments